চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা উদ্বোধন

 

চাঁপাইনবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
সকালে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.ইকতেখারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানাসহ অন্যরা।
মেলায় ৬টি স্টলে ই-নামজারিসহ ভূমি বিষয়ক নানা ধরণের সেবা প্রদান করা হচ্ছে । একই সঙ্গে জেলার আরও চারটি উপজেলায় তিনদিনের ভূমি মেলা শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ মে ২০২৫