চাঁপাইনবাবগঞ্জে বেতন ভাতা প্রদানসহ ৬ দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে মাসিক বেতন ভাতা প্রদান, ঈদুল আযহার পূর্ণঙ্গ উৎসব ভাতা ও এমপিওভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করসহ ৬ দফা দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির ব্যানারে নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল আখতার, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম নয়ন, কলেজ শিক্ষক দিলশাদ তোহমিনা মিমি, শাহনেয়ামতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম।
বক্তারা দ্রুত শিক্ষকদের সমস্যাগুলো সমাধানের জোর দাবী জানান।
মানববন্ধনে শেষ জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ মে ২০২৫