চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন



চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. বোদরুজ্জামান দুরুল ওরফে দুলু (৩৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 
 সোমবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন অাসামির অনুপিস্থতিতে এই রায় ঘোষণা করেন।
 দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর রেলবাগানের মৃত ইদু মিস্ত্রির ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ময়েজ উদ্দিন বলেন-২০১৬ সালের ১৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে শহরের হুজরাপুর রেলবাগান এলাকায় একটি বাসায় অভিযান চালায় র‍্যাব।
 অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ দুলুকে আটক করা হয়। 
এ ঘটনায় পুলিশ পরির্শক (র‌্যাবের ডিএডি) মো. বেলাল হোসেন বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সরোয়ার রহমান ২০১৬ সালের ৩০ এপ্রিল দুলুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ মে ২০২৫