ভারতীয় নাগরিকের মরদেহ হাস্তান্তর



চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে সামিরুল ইসলাম (১৮) নামে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধারের একদিন পর হস্তান্তর করা হয়েছে। বুধবার ৫৩ বিজিবির ফরিদপুর বিওপি এবং ভারতের ৭১/খান্দুয়া বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩১/৯ এস হতে ৫ গজ চাঁপাইনবাবগঞ্জে বাথানপাড়া এলাকা দিয়ে ভারতীয় পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এসময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বিকালে বাথানপাড়া সীমান্ত এলাকা দিয়ে বিজিবির সহায়তায় বিএসএফের মাধ্যমে সামিরুল ইসলামের মরদেহ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
উল্লেখ্য, ভারতের পশ্চিবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার রামচন্দ্রপুর গ্রামের মো. ফারুকের ছেলে সামরুল গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। ভাসতে ভাসতে এসে আলাতুলি এলাকা আটকে যায়। খবর পেয়ে পুলিশ আলাতুলি থেকে মরদেহটি উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ মে ২০২৫