চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি ৩শ গ্রাম হেরোইনসহ শাখাওয়াত হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের কাঁটাপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শাখাওয়াত ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র একটি বিশেষ টহলদল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে গঠিক টাস্কফোর্স ভোর সাড়ে ৬টায় কাঁটাপাড়া গ্রামের মো. শাখাওয়াত হোসেন (৩২) এর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩ কেজি ৩শ গ্রাম হেরোইন ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকাসহ মো. শাখাওয়াত হোসেন আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ মে ২০২৫

