শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে পাথর বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কাবির আলী (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাবির শিবগঞ্জ পৌর এলাকার দেবীনগর গ্রামের মজিবুরের ছেলে।
স্থানীয়রা জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝায় ট্রাক হাজির মোড় এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এস এম সাকিল হাসান জানান, রাত ৮ টার দিকে শিবগঞ্জে হাজির মোড় এলাকায় ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক কাবিরের পেটের উপর দিয়ে ট্রাক চলে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করলেও তার চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ মে ২০২৫