চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু




চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে মো.শাহাবুদ্দিন ওরফে ওজকার (৩০) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের কামাত-সন্তোষপুরে চুড়ইলবিলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মারা যান। শাহাবুদ্দিন ওই এলাকারই তাজামুল হকের ছেলে। 
এতথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি মো. রইস উদ্দিন।
বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য এনামুল হক ও গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, শুক্রবার রাতে বেলায় মাঠে পড়ে থাকা ধানের চারাগুলো ট্রলিতে বোঝাই করছিল। তখনই বজ্রপাতে মারা যায় শাহাবুদ্দিন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ মে ২০২৫