চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত মা




চাঁপাইনবাবগঞ্জে ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার  মা সুফিয়া বেগম (৪৭) আহত হয়েছেন। মারা যাওয়া যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা গুলবাগ ফুলকুড়ি এলাকার মনোয়ার হোসেনের ছেলে। 
সদর থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান বলেন-মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঝড় বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে যায় মিজানুর রহমান ও তার মা। এসময় বজ্রপাত ঘটলে মিজানুর ও তার মা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোসণা করেন। মিজানুরের মাকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩  মে ২০১৫