চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ধানকাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা-বুলপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তিনি।
মারা যাওয়া কাইয়ুম নয়াগোলা-সাতনইল মহল্লার মৃত্যু সাইফুউদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, বিকালে বুলনপুরে ধান কাটছিলেন আব্দুল কাইয়ুম। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারে তার মরদেহ হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ মে ২০২৫