গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত



ফিলিস্তিন-গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও নৃশংসভাবে গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। শুক্রবার বাদ জুম্মা জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভে অংশগ্রহণকারী সকল বয়সের মানুষ ইসরাইল বিরোধী স্লোগান দেন এবং গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
কৃষ্ণগোবিন্দপুর হাইস্কুল মাঠ থেকে বিশাল মিছিল শুরু হয়ে বিভিন্ন গ্রাম ঘুরে রামচন্দপুর হাট ফুলতলায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মনিরুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আহম্মদ আলী ও বাইতুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইসাহাক আলীসহ অন্যরা। বক্তারা ফিলিস্তিন ও গাজাবাসীর পাশে দাঁড়ানোর পাশাপাশি ইসরাইলি বাহিনীর হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানান এবং ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা সংগঠনটির সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াগোলা মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে শেষ হয়। ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে গাজা ভূখণ্ড পুনরুদ্ধারে ও ফিলিস্তিনের সমর্থনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা।
এসময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. সাইদুর রহমান, নয়াগোলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল কাদেরসহ অন্যান্য ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ উত্তর শাখা ও আহলে হাদীস পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হোসেন এর সভাপতিত্বে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ডাকবাংলা কলোনি মোড় জামে মসজিদ চত্বরের সামনে থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ও আহলে হাদীস জেলা সেক্রেটারি আনোয়ার হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ এপ্রিল ২০২৫