চাঁপাইনবাবগঞ্জে খালে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খালের পানিতে ডুবে রিশাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে গোমস্তাপুর ইউনিয়নের বেগম নগরে এই ঘটনা ঘটে।
২০ মাস বয়সী রিশাদ বেগম নগর গ্রামের নবির উদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, রিশাদ হাঁটতে শিখেছে। পরিবারের অজান্তে সকালে খেলতে খেলতে বাড়ির পাশে খালের পানিতে ডুবে যায়। পরে শিশুটি ভেসে উঠলে পরিবারের লোকজন মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ এপ্রিল ২০২৫