চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ খাবার বিতরণ করে চেম্বারের বর্ষবরণ

 

গ্রামীণ খাবার বিতরণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে  ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। সোমবার সকালে কালেক্টরেট চত্বরে লোকজ মেলায় অংশগ্রহণকারীদের মাঝে মুড়ি, খৈ, বাতাসা, গজাসহ অন্তত ১২ পদের মিষ্টান্ন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম, পরিাচলক আব্দুল বারেক, ব্যবসায়ি শামসুল হক, বাহারাম আলী, এম কোরাইশি মিল্লু, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর কবীরসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ এপ্রিল ২০২৫