নতুন বছরকে বরণে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা



চাঁপাইনবাবগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করেছেন জেলাবাসী। বর্ষবরণে জেলা প্রশাসন আয়োজন করে নানান কর্মসূচি। পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
শোভাযাত্রায় নজর কাড়ে ঐতিহ্যবাহী গরুর গাড়ি, মাথাল মাথায় ও কাস্তে হাতে কৃষক, মাছ ধরার জাল, কলসি কাঁকে গৃহবধূ, গায়ে হলুদ. পাল্কিসহ আবহমান বাংলার কৃষকের নানা উপকরণ। সেই সঙ্গে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ঢাকঢোল, নানা রকমের প্রতিকৃতি, অংশগ্রহণকারীদের নানান রংয়ের বাহারী পোশাক আর কুলায় লেখা শুভ নববর্ষ ইত্যাদি।
শোভাযাত্রা শেষে মঞ্চের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষসহ সরকারি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিরা।
এদিকে জেলার ৫ উপজেলায় প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষ বরণে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া রাজনৈতিকদল বিএনপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনে নানান আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ এপ্রিল ২০২৫