নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে দুইপক্ষের মারামরিতে ৯ জন আহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নাচোলের সুর্য্যপুরে গ্রামে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম বলেন-নূর ইসলাম মাবুদ ও রেজাবুল নামের দুই ব্যক্তি তারা পরস্পর আত্মীয়। তাদের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সোমবার রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মহিলারা ঝগড়া থেকে মারামারিতে জড়ায়। পরে পুরুষরাও যোগ দেয়। এতে অন্তত ৯ জন আহত হয়। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ মার্চ ২০২৫