তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার হওয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৬টি পরিবারের মাঝে সোমবার এসব ঈদ উপহারসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা যুবদল নেতৃবৃন্দ।
বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মো. গোলাম কিবরিয়া শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজ, শিবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবর আলী রুমনসহ যুবদলের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে বিগত আন্দোলন-সংগ্রামে আমাদের অনেক সহযোদ্ধা আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক প্রতিপক্ষের হাতে গুম-খুনের শিকার হয়। এসব নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তার পক্ষ থেকে এসব ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করেছি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ মার্চ ২০২৫