চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীরকে সাময়িক বহিস্কার
চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নূরে আশিক তানভীরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ার পর
বুধবার দুপুরে তা নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম। আর রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলছেন তানভীর।
নূরে আশিক তানভীর
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। আগে সমন্বয়কের ভূমিকা পালন করলেও গত বছরের ২১ নভেম্বর গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পান।
জেলা আহ্বায়ক আব্দুর রাহিম বলেন, তানভীরের সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড কেন্দ্রকে জানানো হয়। পরে কেন্দ্রের পরমর্শেই তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তবে কি ধরণের কর্মকাণ্ডের কারণে তাকে বহিস্কার করা হয়েছে তা পরিস্কার করেন তিনি।
এদিকে নীতিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করে নূরে আশিক তানভীর দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বহিস্কার করা হয়েছে। তিনি বলেন, এখন নতুন নতুন সদস্যদের অন্তর্ভূক্ত করা হচ্ছে সংগঠনে। যারা আন্দোলনের সঙ্গে ছিল না।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ ফেব্রুয়ারী ২০২৫