অপারেশন 'ডেভিল হান্টে' একজনসহ চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ২০
চাঁপাইনবাবগঞ্জে অপারেশন 'ডেভিল হান্ট'সহ নিয়মিত মামলায় ২০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার চার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এর মধ্যে সদর থানা এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে সদর উপজেলার বারঘরিয়া জমাদার পাড়ার আসগার আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানিয়েছে।
এদিকে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, নাচোল উপজেলায় নিয়মিত মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার জানান, মাদকসহ নিয়মিত মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ভোলাহাট থানা পুলিশের অভিযানে ২জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট থাকার অফিসার ইনচার্জগণ জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ ফেব্রুয়ারী ২০২৫