গোবরাতলায় কৃষক সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলায় কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে গোবরাতলা ইউনিয়ন কৃষক দল।
বৃহস্পতিবার বিকেলে মহিপুর হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন গোবরাতলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাফর আলী।
সমাবেশে বক্তব্য দেন— কৃষক দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাবের সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিউজ্জামান মিঞা সাদি, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আলী।
এ সময় জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউল রহমান, জেলা ছাত্রদলের সহসভাপতি মিম ফজলে আজিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ ফেব্রুয়ারী ২০২৫