চাঁপাইনবাবগঞ্জে ককটেল ফাটিয়ে ইউপি চেয়ারম্যানের উপর হামলা



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারে বৃহস্পতিবার রাতে একদল দূর্বৃত্ত ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের উপর হামলা চালিয়েছে। হামলার শিকার হারুনুর রশিদকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, রাত ৯ টার দিকে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ও একজন ইউপি সদস্য বারঘরিয়া বাজারের একটি দোকানের সামনে বসে ছিলেন। এসময় প্রায় ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত পরপর ৪টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে হারুনুর রশিদকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 
ওসি মতিউর রহমান বলেন, ‘দুর্বৃত্তদের হামলার শিকার ইউপি চেয়ারম্যান হারুনের হাত ভেঙ্গে গেছে। সোন্ডার থেকে হাত নেমে গেছে’। 
হামলার কারণ জানা না গেলেও ধারণা করা হচেছ, বারঘরিয়া বাজারের পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়ে থাকাতে পারে বলে মন্তব্য করেন ওসি মতিউর। 
ককটেল হামলার পর এলাকায় আত্মংক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক /২৭ ফেব্রুয়ারী ২০২৫