গোমস্তাপুরে অপারেশন 'ডেভিল হান্টে' এক যুবলীগ নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অপারেশন 'ডেভিল হান্ট' অভিযানে রুবেল (৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ভোরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুবেল গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের যাঁতাহার গ্রামের আস্তার আলীর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুরে পুলিশের ওপর হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে যায়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন তারা। এতে দুজন পুলিশ কর্মকর্তাসহ ৭ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় পরদিন ১ নভেম্বর একটি মামলা দায়ের করেন।
সেই মামলার পলাতক আসামি রুবেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ ফেব্রুয়ারী ২০২৫