দুপুরে আজহারীর বয়ান, মাঠে লাখ লাখ মুসল্লি
জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ আসছেন। জাবালুন নুর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন, আসুন, দেখা হবে, কথা হবে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জে লালাপাড়ায় তাফসিরুল কুরআন মাহফিলে। রাত থেকেই মাঠে অপেক্ষা করছেন শত শত মুসল্লি। রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, গোমস্তাপুর, ভোলাহাটসহ বিভিন্ন এলাকার মানুষ মাঠে এসে বয়ান শোনার জন্য অপেক্ষা করছেন। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক মুসল্লি এসেছেন।
শনিবার বাদ জোহর নামাজ শেষে তিনি ঘোড়াস্ট্যান্ডের পাশের আম বাগান মাঠে বয়ান করবেন। এ মাঠ ছাড়াও পুরুষদের জন্য ৩টি ও নারীদের জন্য ৪টি মাঠ প্রস্তুত করা হয়েছে। জাবালুন নূর ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এই মাহফিলের আয়োজন করছে।
এদিকে সকালে থেকে তাফসিরুল কুরআন মাহফিলে হাজার হাজার মুসল্লি উপস্থিত হয়েছেন। জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে মাহফিল শুরু হয়েছে।
মাহফিলের সভাপতি মাওলানা আবু জার গিফারী বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থাসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, মাহফিলে চিকিৎসা সেবা দেয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ
মেডিকেল বুথ প্রস্তুত কখা হয়েছে। পাশাপাশি ঔষধ ও এমবুলেন্স সেবার জন্য প্রস্তুত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনি। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে এবং জননিরাপত্তায় পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৬৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ ফেব্রুয়ারী ২০২৫