গোমস্তাপুরে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ড্রেনের পানিতে ডুবে নাঈম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নাঈম ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তার বয়স ১ বছর ৭ মাস।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, বিকালে বাড়ির পাশে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের ড্রেনের পানিতে পড়ে ডুবে যায় নাঈম। এ সময় স্থানীয়রা ওই ড্রেন থেকে তার মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ ফেব্রুয়ারী ২০২৫