চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুন, ঢাকা ও ময়মনসিংহ থেকে ২ জন গ্রেফতার



চাঁপাইনবাবগঞ্জের নাচোল মল্লিকপুর বাজারে আলোচিত জোড়া খুনের ঘটনায় ২ আসামিকে ঢাকার সাভার ও ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার ১নম্বর আসামি শাহিন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম।
 তিনি বলেন-গত ১৭ ডিসেম্বর রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে শহিদ স্মৃতি সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে খোলশী গ্রামের কিছু কিশোর অনুষ্ঠানস্থলে গোল হয়ে নাচানাচি করছিল। তাদের এই অবস্থা দেখে ১ নম্বর আসামি শাহিনের ভাতিজা তামিম নামে ১জন তাদেরকে এসব করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সাথে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ মারামারি করতে করতে মাছপট্টির টিন শেডের নিচে চলে যায়। বিষয়টি জানতে পেরে শাহিন তার সহযোগীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শাহিন তার পকেটে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে, এতে মাসুদ ও রায়হান নামে দুই জন নিহত হন এবং আরো চার জন আহত হন। এ ঘটনায় নাচোল থানায় হত্যা মামলা রুজু হয়। 
পুলিশ সুপার বলেন-গত ৬ জানুয়ারি  মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেয়া হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় গত ৮ জানুয়ারি হতে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহার নামীয় ১ নম্বর আসামি শাহিন রেজাকে গ্রেপ্তার করা হয়। একই দিন এজাহার নামীয় ৭ নম্বর আসামি সামাদ আলীকে  ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আরো বলেন- তাদরেকে গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহিন রেজার দেয়া তথ্যের ভিত্তিতে  হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। পরে দুইজনকে আদালতে হাজির করলে আসামি শাহিন রেজা দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। 
পুলিশ সুপার আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত ২জনসহ মোট ৪জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ জানুয়ারি ২০২৫