৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
চাকরিতে পুনর্বহাল ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তিসহ ৩ দফা দাবি দাবিতে চাঁপাইবাবগঞ্জে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। রোববার সকালে শহরের সেন্টু মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ বিডিআর কল্যাণ পরিষদ ও ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারবর্গ ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি আকতারুজ্জামান, সাবেক হাবিলদার রুহুল আমিন, সাবেক হাবিলদার সোহরাব হোসেন, সাবেক নায়েক মাহবুবর রহমান, সাবেক বিডিআর সদস্যের স্ত্রী লাকি, সাবেক সিপাহি সোহেল রানা, জেলা ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি বাইজিদসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানায় তারা বিডিআর বিদ্রোহ করেননি। কোনো সেনা সদস্যকেও হত্যা করেননি। আর এর দায় চাপানো হয় বিডিআর সদস্যদের ওপর। এ অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়। এছাড়াও ৩ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল, দীর্ঘ ১৬ বছর ধরে কারাবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ জানুয়ারি ২০২৫