চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি প্রসিদ্ধ চাল ব্যবসায়ী এরফান আলী মারা গেছেন
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও দেশের প্রসিদ্ধ চাল ব্যবসায়ী, এরফান গ্রুপের চেয়ারম্যান এরফান আলী মারা গেছেন।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বাংলাদেশ সময় ১১ টা ২০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । এরফান আলীর পারিবারিক সুত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রয়াত এরফান আলী ৬ বছর চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। করোনাকালীন কয়েক দফা অসহায় বহু মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এরফান আলীর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩ নভেম্বর ২০২৪