চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মিজানুর রহমান (৩৯) নামে একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
রোববার বিকালে দায়রা জজ মো. মিজানুর রহমান আসামীর অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মিজানুর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে ঝিলিম ডোমপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে ডোমপাড়ায় অভিযান চালায় র্যাব। অভিযানে র্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ৯৩৫ গ্রাম হেরোইন মিজানুরকে আটক করে র্যাব। ঘটনার পরেদিন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের এসআই মো. আল রেনওয়াজ আরেফীন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আফজাল হোসেন তদন্ত শেষে ২০২২ সালের ৪ এপ্রিল মিজানুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলার শুনানী ও সাগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৩ নভেম্বর ২০২৪