গোমস্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত আব্দুস সাত্তার ওই এলাকার মঞ্জুর হোসেনের ছেলে।
এর আগে দুপুরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকায় বিলের জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাধানগর ইউনিয়নের জগদিশপুর মৌজার খাস জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম ও সাইদুর রহমান গ্রুপের লোকজন সংঘর্ষ হয় । এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়। আতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-রামেক স্থানান্তর করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ
(ওসি) খায়রুল বাশার বলেন, দুপুর ১ টার দিকে
জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ও সাইদুর গ্রুপের লোকজনের মারামারি হয় । এ সময় আব্দুস সাত্তার নামে একজন গুরুত্ব আহত হয়। পরে তিনি সাতটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আমি ঘটনাস্থলে জড়িতদের ধরতে অভিযানে আছি। পরে বিস্তারিত জানাবো বলে জানান ওসি বাশার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ নভেম্বর ২০২৪