চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মোহাম্মদ রনি (২৩) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভবানীপুর চাঁদহাজি পাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দূর্ঘটনা ঘটে।
মারা যাওয়া রনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর নামোপাড়া গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁদ হাজি পাড়ার আব্দুল বারির বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ নভেম্বর ২০২৪