চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদ্যাপন



 চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র  ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। 
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, আইডিইবি, জেলা শাখার সভাপতি প্রকৌশলী মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক নূরুল আওলিয়া বাবুল, আইডিইবি, জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম, সত্যজিৎ রায় ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। 
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে গণপূর্ত আবাসিক এলাকায় আলোচনা সভায় মিলিত হয়। 
কর্মসূচিতে বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্যান্য পলিকেটনিক ইনস্টিটিউট অংশগ্রহণ করে। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ নভেম্বর ২০২৪