চাঁপাইনবাবগঞ্জে ভটভটি ও মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি ও মোটর সাইকেলের সংঘর্ষে আব্দুল অহাব (২৩) নামের একজন নিহত হয়েছেন। নিহত অহাব চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপর-রাজারামপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছাত্রাজিতপুর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. আরমান হোসেন জানান, দুপুর পৌনে ৩টার দিকে মোটর সাইকেল যোগে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিলেন আব্দুল অহাব। এসময় বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভটভটির সঙ্গে ছাত্রাজিতপুর পেট্রোল পাম্পের সামনে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক আব্দুল অহাব ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে ভটভটি নিয়ে চালক পালিয়ে গেছে। এঘটনাই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ নভেম্বর ২০২৪