চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করছেন শিক্ষকরা। মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন তারা।
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, চরজোতপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল উদ্দিন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিফা সামসাদ, চামাগাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল ইসলাম, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাদ রেজা, হোসেনডাঙ্গা হাজি তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়জিদ ইসলাম, নামোসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম রায়হান, ঘোড়াপাখিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমানা ইয়াসমিন, তেররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস জাহানসহ অন্যরা।
মানববন্ধনে বক্তরা বলেন, স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড: ১৩তম, যেখানে অষ্টম শ্রেণি পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড: ১২তম। সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য বিভাগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক সমমান, বেতন গ্রেড: ১০ম। পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক বা সমমান, বেতন গ্রেড: ১০ম। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা: এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড ১০ম।
উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা: এসএসসি (৪ বছর কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড: ১০ম। ইউনিয়ন পরিষদ সচিব পদে (প্রশাসনিক কর্মকর্তা) নিয়োগ যোগ্যতা: আগে ছিল এইচএসসি বর্তমানে স্নাতক সমমান, বেতন গ্রেড: ১০ম (প্রস্তাবিত) বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড: ১০ম ও ৯ম। এছাড়া একই কারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক (দ্বিতীয় শ্রেণি), দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন (ডিইনএড), বেতন গ্রেড: ১০ম। অথচ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড দেয়া হয়নি। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক দফা দাবি ১০ গ্রেড বাস্তবায়নের আহবান জানান।
মানববন্ধন শেষ সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপরদষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৬ অক্টোবর, ২০২৪