গোমস্তাপুরে মাটির নিচ থেকে মিলল ১১৬ রাউন্ড গুলি




চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাটির নিচ থেকে মরিচা ধরা ১১৬ রাউন্ড রাইফেলের গুলি ও ১৯ পিস গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের দিয়াড়াপাড়া থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। 
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান,  দিয়াড়াপাড়া গ্রামের মৃত তামাজুল আলীর ছেলে আব্দুল লতিব দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ির পাশের আমবাগানে গোয়ালঘর তৈরি করার জন্য মাটি খুঁড়ছিলেন। এ সময় মাটির নিচ থেকে গুলিগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  পরে পুলিশ ঘটনাস্থল থেকে  ১১৬ রাউন্ড রাইফেলের গুলি ও ১৯ পিস গুলির খোসা উদ্ধার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ অক্টোবর, ২০২৪