বালিয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ
রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করছে বিএনপি। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ করে বিএনপি।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা শহীদুল আলম বিশ্বাস পলাশ, জাহাঙ্গীর কবির, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, জেলা যুবদলের আহ্বায়ক মো. তাবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেলসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন- গত ১৫ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সারাদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন, জুলুম নির্যাতন করেছে। তারা কথা বলার অধিকার হরণ করেছিল। সর্বশেষ ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনের নামে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকার নিরীহ ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করেছে। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ অক্টোবর, ২০২৪