তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘সকল মির্থে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে’ চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা সমবায় দল।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহযোগী সংগঠন সমবায় দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচির পালন করে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ সাটু হল মোড়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন, সমবায় দল, জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম বাদশা, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সৈয়দ মনিরুল ইসলাম রাজু, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিগত সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৩ অক্টোবর ২০২৪