সোনামসজিদ ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার



চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহী মহানগর কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মোরশেদ কামাল রানা (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার দুপুরে 
তাকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতার মোরশেদ কামাল রাজশাহী মহানগরের রাজপাড়া- লক্ষীপুর কাঁচাবাজার এলাকার মতিউর রহমানের ছেলে। 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান,  সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে গমনকারী পাসপোর্টধারী যাত্রী মোরশেদ কামালকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায়  মামলা রয়েছে।  পরে তাকে ইমিগ্রেশন পুলিশ  থানায় সোপর্দ করেছিল। পরবর্তীতে রাজশাহী গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ অক্টোবর ২০২৪