নাচোলে অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যাটারি চালিত
অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে শমসের আলী (৪৫) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। এ ঘটনায় রাজশাহীর পবা উপজেলার মাধবপুর গ্রামের তৈবুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক রাইসুর (১৬) নামে একজন আহত হয়েছে।
শুক্রবার বিকালে নাচোল বেনীপুর রোডে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শমসের বেনীপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ফরিদ হোসেন জনান, বিকালে বেনীপুর মোড়ে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় অটো চালক শমসের ও মোটরসাইকেল চালক রাইসুর গুরুত্ব আহত হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উদ্ধার করে আহতদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ওসি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অটোরিকশা চালক শমসের আলী মারা যায়। আর রাইসুরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ অক্টোবর ২০২৪