নাচোলে দুর্নীতির অভিযোগে মাদ্রাসা সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন



চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন আল-জামিয়া মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট মাইনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল (শুক্রবার) বিকেলে নাচোল রেলস্টেশন চত্বরে আল-জামিয়া মাদ্রাসা রক্ষা কমিটি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন। 
মানববন্ধন কর্মসূচিতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মাঈনুল ইসলামের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি তুলে ধরে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, ব্যবসায়ী খাইরুল আলম ও শের আলী। 
বক্তারা বলেন, ' মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট মাইনুল ইসলাম প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সভাপতি তার ছেলে শহীদুল্লাহ কায়সার লিটন ও বাবুল আখতারকে একই কমিটির সদস্য বানিয়েছেন। এছাড়াও আবদুর রহিম নামের একজনকে উপদেষ্টা বানিয়ে সিন্ডিকেট গড়ে তুলে মাদ্রাসার অর্থ লুটপাট করছেন।
বক্তারা অভিযোগ করেন, সিন্ডিকেট করে তারা প্রায় ৫ বছর ধরে এমন অনিয়ম চালিয়ে আসছে। 
বক্তারা পরিচালনা কমিটির সভাপতিসহ অন্য সদস্যদের পদত্যাগ দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ অক্টোবর ২০২৪