চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজাণ্ডপ পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা চরজোতপ্রতাপ ঠাকুরানী দুর্গা মন্দির, বারঘরিয়া বাইশ পুতুল পূজামণ্ডপ, উদয় সংঘ পূজামণ্ডপ ও সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মণ্ডপগুলোয় তিনি পূজা অর্চনায় অংশ নেন এবং পুরোহিতসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সঙ্গে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ অন্যরা।
মণ্ডপগুলো পরিদর্শনকালে হাই কমিশনার অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে ভারতীয় সহকারী হাই কমিশনার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ অক্টোবর ২০২৪