চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে জামায়াতে ইসলামী, পৌরসভা ও সদর উপজেলা শাখার আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য দেন, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দেিণর আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মো. কেরামত আলী, জেলা জামায়াতের আমীর মো. আবুজার গিফারী, নায়েবে আমীর ও সাবেক এমপি মো. লতিফুর রহমান ও সেক্রেটারি মো. আবু বকর, সহকারী সেক্রেটারি মো. আবুল হাসান ও সহকারী সেক্রেটারি মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মো. গোলাম কবির, পৌরসভা সেক্রেটারি মো. মোক্তার হোসেন, ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মো. ওমর ফারুক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওমর ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে বক্তরা বলেন, গত সাড়ে ১৫ বছরে জামায়াতের বহু নিরাপরাধ নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। যারা জড়িত তাদের সবাইকে আমরা চিনি। কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নেব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সেইসব দোষররা গত সাড়ে ১৫ বছরে চাঁপাইনবাবগঞ্জের মেধাবী ছাত্র আসাদুল্লাহ, আসগর আলী ও নাসির উদ্দীনসহ সারাদেশের ৬০০ নেতা কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ১৬ হাজারের অধিক মামলা দেয়া হয়েছে। আমরা এসব হত্যাকান্ডে বিচার চাই। তাদের বিচার আন্তর্জাতিক আদালতেই হবে। চাঁদাবাজী টেন্ডারবাজী করবেন তা হতে দেয়া হবে না। এখন থেকে আর কোনো ভিলেজ পলিটিক্স চলবে না।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ সেপ্টম্বর ২০২৪