চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ


আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। বৃক্ষরোপণের উপকারিতা ও  পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেছেন একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা।

বুধবার দুপুরে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকায় বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনিন ফাতেমা জিনিয়া, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক, রাম সিতা মন্দিরের পুরোহিত শ্রী চন্দন পান্ডে, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী।
২৫০টির বেশি ফলদ, বনজ, ঔষধি ও ফুলগাছের চারা বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে– অর্জুন, কাঞ্চন, কাঁঠাল, জলপাই, পেয়ারা, লেবু, কৃষ্ণচূড়া, পলাশ, শিউলি, বকুল ইত্যাদি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ সেপ্টম্বর ২০২৪