চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মো. কাইয়ুম আলী (৬০) এক সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত জিবুর আলীর ছেলে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা-শাহাপাড়া আঞ্চলিক সড়কের রানীনগর হঠাৎ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেব নাথ জানান, মনাকষা-শাহাপাড়া আঞ্চলিক সড়কের রানীনগর হঠাৎ পাড়া এলাকায় কাইয়ুম আলী বাই সাইকেলে করে পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয় করছিল। সেখানে ভটভটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এ সময় তাকে স্থানীয় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি সুকোমল চন্দ্র দেব নাথ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ সেপ্টম্বর ২০২৪
শিবগঞ্জে ভটভটির ধাক্কায় মারা গেল সাইকেল চালক