চাঁপাইনবাবগঞ্জে শীর্ষ নেতৃত্ব ছাড়ায় সীমিতপরিসরে শোক দিবস পালিত



চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী শোক দিবসে জেলা সদরে শীর্ষ নেতৃত্ব ছাড়ায় সীমিতপরিসরে শোক পালন করেছে আওয়ামী লীগ ও পৌর সেচ্ছাসেবকলীগ কর্মীরা।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ১০/১২ জন কর্মী পৌরসভার সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন, শহীদ হোসেন রানার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম শাকিল, সেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলাম সুজন, সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মোঃ কাফি সঙ্গে জড়ো হয়। এরপর ঝটিকাভাবে পতাকা উত্তোলন ও দোয়া করে চলে যায়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনারুল ইসলাম বুলবুল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোক্তাদির। এছাড়াও গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে ও শিবগঞ্জ উপজেলার আদিনা কলেজ এলাকায় শোক পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ আগস্ট, ২০২৪