শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক বিক্ষোভ
মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে শান্তির মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশ বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহান, ইসমাইল বিশ্বাস, বিএনপি নেতা ওবাইদ পাঠান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, যুবদল নেতা হাসান ইমতিয়াজ, সাবেক ছাত্রনেতা বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন।
অন্যদিকে জামায়াত শিবির নেতা কর্মীরা শহরের বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার পাশে সমাবেশ করে। সমাবেশ বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, জামায়াত নেতা আবু বাক্কার।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
বক্তারা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর সাথে জড়িতদের বিচারের জোর দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ আগস্ট ২০২৪