চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের পদত্যাগ
চাঁপাইনবাবগঞ্জে সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইন্সট্রাক্টর ইনচার্জ পদ থেকে পদত্যাগ করেছেন মোহা. মসিউর রহমান। শনিবার সকাল থেকে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় ইন্সট্রাক্টর ইনচার্জ মসিউর রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন নার্সিং শিক্ষার্থীরা। নার্সিং ইনস্টিটিউটের সামনে বসে মোহা. মসিউর রহমানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানে আসেন।
এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মো. মসিউর রহমান ইন্সট্রাক্টর ইনচার্জ পদ থেকে পদত্যাগ করে নার্সিং ইন্সট্রাক্টর মোসা. আতিয়া বানুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ইনষ্ট্রাক্টর ইনর্চাজ মোহা. মসিউর রহমান এখানে যোগদান করার পর থেকে নানা অনিয়ম করতেন। এছাড়াও শিার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। সেজন্য শিক্ষার্থীরা নার্সিং ইনষ্ট্রাক্টর ইনর্চাজের পদত্যাগের একদফা দাবি জানায়। পরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
এ বিষয়ে মসিউর রহামান তার বিরুদ্ধে অনিত অভিযোগ অস্বিকার করলেও পদত্যাগের বিষয়টি স্বীকার করেছেন ।
এদিকে দায়িত্ব পাবার পর নার্সিং ইন্সট্রাক্টর মোসা. আতিয়া বানু দায়িত্ব পালনে শিক্ষার্থীদের কাছে সহযোগিতা কামনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ আগস্ট ২০২৪