শিবগঞ্জে শান্তির জন্য বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের শোভাযাত্রা ও পথসভা



শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর চাঁপাইনবাবগঞ্জে শান্তির জন্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পশ্চিমপ্রান্তে বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী জমায়েত হওয়ার পর সোনামসজিদ মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে শিবগঞ্জ বাজারে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শাহীন শওকত বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। গণহত্যাকারী শেখ হাসিনাসহ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। গণ অভ্যুথানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সেখানে বসে ষড়যন্ত্র করছে। যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।
বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন, বিএনপির এই সাংগঠনিক সম্পাদক।
পথসভায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মবিনুর রহমান ও সদস্য সচিব হায়াতউদৌলা, শিবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব টুটুল ও বিএনপি নেতা জিন্নুর রহমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতকে সংবর্ধনা দেয়া হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ আগস্ট ২০২৪