গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রোকসানাকে স্ব-পদে বহালের দাবিতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপিঠ গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ কে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদ এবং পদত্যাগপত্র বাতিল করে পূনর্বহালের দাবীতে মানববন্ধন করেছে  অভিভাবক, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অভিভাবক ও সুশীল সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয় ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- এ্যাড. সাইদুল ইসলাম, এ্যাড. আবু হাসিব, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদা আহমদ, দশম শ্রেণির শিক্ষার্থী শিরিনসহ অন্য অভিভাবক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তরা বলেন,  গত ২১ আগষ্ট সকালে ২০-৩০জন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রসহ বাহিরাগত কিছু দুঃস্কৃতকারী প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুপ্রবেশ করে। পরে তারা বিভিন্ন শ্রেণিকে ঢুকে শিার্থীদের জোরপূর্বক বের করে প্রধান শিক্ষক রোকসানার বিরুদ্ধে অযৌক্তিক কারণ দেখিয়ে পদত্যাগের আল্টিমেটাম দেন।  গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষক রোকসানা আহমেদকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা অন্যায়, আইনের পরিপন্থী, তাকে স্ব-পদে আবারো পূর্ন-বহাল করে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হোক।
পরে অভিভাবক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসক এ কে এম গাঁলিভ খানের কাছে স্মারকলিপি প্রদান করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ আগস্ট ২০২৪