আদিবাসীদের
নিরাপত্তা, ভূমি ও পুকুর জবরদখল, বসতভিটা হতে উচ্ছেদের চেষ্টা, ভয়ভীতি
প্রদর্শন বন্ধ ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন এবং
অর্ন্তর্বতীকালীন সরকারে একজন উপদেষ্টা যুক্ত করার দাবিতে
নাচোলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন।
রবিবার
দুপুরে সম্মিলিত আদিবাসী সমাজের ব্যানারে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশ ও
মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে নাচোল, গোমস্তাপুর ও সদর
উপজেলার শিক্ষার্থীসহ তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এরপর একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে গিয়ে বিভিন্ন অফিসের সামনে দিয়ে ঘুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের সামনে সমাবেশে মিলিত হয়।
জাতীয়
আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তিরকির সভাপতিত্বে সমাবেশে
বক্তব্য দেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিংগু মুরমু,
সাধরণ সম্পাদক প্রভাত টুডু, গোমস্তাপুর ওরাওঁ আদিবাসীদের দিঘরী পরিষদের
রাজা জহরলাল এককা, নাচোলের রানীমা ইলা মিত্র সংসদের আহবায়ক বিধান সিং,
নাচোল পূজা উদযাপন পরিষদের নেত্রী রঞ্জনা বর্মন, সরকার পতনের পর নির্যাতিত
নারী গোমস্তাপুরের মাধাইপুর গ্রামের বিথি তুরি সরদার প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তারা
বলেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনের পর পরই বারবার আদিবাসী ও সংখ্যালঘু
জনগোষ্ঠীর ওপর লুটপাট, অগ্নি সংযোগ, নির্যাতন-নিপীড়ন নেমে আসে। কিন্তু
তাৎক্ষণিকভাবে কেউ রক্ষা করতে এগিয়ে আসে না। আমরা জন্মেছি এদেশে মরবও
এদেশে। যতই নিপীড়ন নেমে আসুক দেশ ছেড়ে, বসতভিটা ছেড়ে যাব না। আমরা চিরকালই
বৈষম্যের শিকার হয়ে আসছি। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি নেই। সমতলের
আদিবাসীদের আলাদা ভূমি কমিশন ও মন্ত্রণালয়ের দাবি উপেক্ষিত হয়ে আসছে। আমরা
আর কতকাল বঞ্চনার শিকার হব ?
মানবন্ধনে অংশ নিয়ে জামায়াত নেতা মনিরুল
ইসলাম বলেন, আদিবাসীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন রইল। সেই সাথে তাদের
দীর্ঘদিনের প্রথা নেশা তৈরী ও ব্যবহার পরিহার করে জনসাধারণের সাথে আগামীর
সোনার বাংলা গড়ার লড়াইয়ে শামিল হতে হবে বলে আহ্বান করেন।
শেষে
চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ২৭ টি স্থানে
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের ওপরে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের
বিষয় উল্লেখ করে এর প্রতিকার চেয়ে এবং ৮ দফা দাবি জানিয়ে নাচোল উপজেলা
নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ আগস্ট ২০২৪
নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিক্ষোভ সমাবেশ