চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে শিশু নিখোঁজ



চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে সোহাগ আলী (৯) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ সোহাগ জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আহসানের ছেলে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের বান্নাপাড়া-ঘোষপাড়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 
নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, দুপুরে পদ্মা নদীতে সোহাগসহ কয়েকজন মিলে গোসলে নামে। এক পর্যায়ে সোহাগ ডুবে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাজশাহীর ডুবরী দলকে খবর দেয়। খবর পেয়ে ডুবরী দল ঘটনা স্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ জুন,২০২৪