নাচোলে ট্রেনের ধাক্কায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় শামিম (৪৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শামিম চাঁপাইনবাবগঞ্জ শহরে হুজরাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তবে সে নাচোলের আখিলা গ্রামের বসবাস করতেন।
আমনুরা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, রাতে বাড়ি থেকে বের হয়ে রেল লাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন শামিম। এসময় আমনুরা থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হহস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ জুন ২০২৪