চাঁপাইনবাবগঞ্জে দুই লাখেরও বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল



আগামী ১জুন চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ২ লাখ ২৮ হাজার ৪৮৫শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জন অফিসে আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ  রাকিবুল ইসলাম ।
মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল ইসলাম  বলেন; এবারের ক্যাম্পেইনে জেলাজুড়ে ১ হাজার ২০৪ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২২০ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 
তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমানোসহ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের এমরান ফারুক মাসুম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলার গণমাধ্যম কর্মীরা ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ৩০ মে, ২০২৪